অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকা ভোটারদের কাছে নিজের সন্তান ইশরাক হোসেনের জন্য ভোট চেয়েছেন। 

সোমবার রাজধানীর নয়াপল্টন পলওয়েল সুপার মার্কেটে দুপুর সোয়া ১টা থেকে লিফলেট দিয়ে ভোটারদের কাছে সন্তানের জন্য ভোট ও খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে ইসমত আরা বলেন, আমার ছেলে ইশরাক সুযোগ্য প্রার্থী। ইশরাক নির্বাচিত হলে আপনাদের সেবা করতে পারবে। আপনারা সকালেই ভোট দিতে চলে যাবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন ও তাকে ভোট দেবেন।

ইশরাকের মায়ের সঙ্গে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন, ইশরাকের মামা, মামি, ফুফু, চাচি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।