ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। 

তারা বলেছেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। যারা ঢাকার ভোটার নন, এমন বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে তারা। যেকোনো মূল্যে তাদের চক্রান্ত রুখে দাঁড়াতে হবে। সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরর তৎপর ও কঠোর হতে হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন। 

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের মিথ্যাচার ও ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএলএফ মুজিব বাহিনীর কমান্ডার আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম-মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম চৌধুরী, জিয়াউল হক সরকার, এম এ করিম, নুরুজ্জামান ভুট্টু, লুবনা খানম, অ্যাডভোকেট এনামুল হক কাজল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শাহিনুর করিম বাবু, বেলাল হোসেন, রুবিনা ইয়াসমিন অন্তরা, জাকির হোসেন, সালাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সারাদেশ থেকে তাদের ক্যাডার বাহিনীর সদস্যদের ঢাকায় নিয়ে এসেছে। বর্তমানে বহিরাগতরা আত্মীয়-স্বজনের বাসাবাড়িসহ হোটেল ও মেসে অবস্থান করছেন। বহিরাগতদের নির্বাচনের আগেই ঢাকা থেকে বের করে দিতে হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হচ্ছে। 

এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপির দুই দুর্নীতিবাজ মেয়র প্রার্থীকে বয়কট করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের নামে দুর্নীতিবাজদের নির্বাচন করার সুযোগ সৃষ্টি করে দেওয়া মুক্তিযুদ্ধের চেতনায় চরম আঘাত।