- সিটি নির্বাচন
- জনগণের খেদমতে নিজেকে উৎসর্গ করব: ইশরাক
জাতীয় প্রেসক্লাবে মতবিনিময়
জনগণের খেদমতে নিজেকে উৎসর্গ করব: ইশরাক

প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইশরাক হোসেন- সমকাল
জনগণের খেদমত এবং তাদের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
বিগত জাতীয় নির্বাচনের মতো মামলা-হামলা করে মাঠ খালি করার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইশরাক হোসেন এ কথা বলেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের (একাংশ) সাবেক সভাপতি আবদুস শহীদ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সমকালের চিফ রিপোর্টার লোটন একরামসহ জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
পরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল- জনগণ হবে দেশের মালিক, জনগণ হবে ক্ষমতার মালিক। তিনি মুক্তিযুদ্ধের সে চেতনা ধারণ ও বিশ্বাস করেন। ঢাকা বিশ্বের সবচেয়ে অবাসযোগ্য নগরীর তালিকাভুক্ত হয়েছে। বায়ুদূষণ, নারী-শিশুদের জন্য অনিরাপদ শহরের তালিকায়ও ঢাকা এক নম্বরে। ঢাকার সন্তান হিসেবে এ সমস্যাগুলোর মধ্য দিয়ে ঢাকাবাসীর সঙ্গে তিনিও বেড়ে উঠেছেন। নির্বাচিত হলে এ শহরকে বাসযোগ্য করার জন্য যা যা করণীয় সব করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, জনগণের খেদমত এবং নগরবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেবো।
ইশরাক বলেন, তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে এবং নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাসী। তাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সেটাই তাদের প্রত্যাশা। ইভিএমের কার্যকারিতা নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জানানো হয়েছে। সেটাতে স্পষ্ট হয় যে, ইভিএমের মাধ্যমে ভোট কারচুপি ও বড় ধরনের জালিয়াতি সম্ভব। তার পরও তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সিটি নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিগত দিনে সিটি করপোরেশন যারা পরিচালনা করেছেন, জনগণ তাদের প্রতি বিক্ষুব্ধ। জনগণ পরিবর্তন চায়। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।
মন্তব্য করুন