ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, এবার আর আগের রাতে ভোট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেবেন বলে আশা করছি।

সোমবার কাকরাইল কার্যালয়ে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন লাঙলের প্রার্থী মিলন। তিনি বলেন, ইভিএম কিংবা ব্যালট যে পদ্ধতিতেই ভোট হোক, তার আপত্তি নেই। তার দৃষ্টিতে মূল বিষয় হলো সরকারের সদিচ্ছা। তিনি বলেন, সরকার না চাইলে ইভিএম বলেন আর ব্যালট বলেন, নির্বাচন কমিশন কোনোভাবেই সুষ্ঠু ভোট করতে পারবে না।

রাজধানী ঢাকাকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন করাসহ ১৭ দফা নির্বাচনী ইশতেহার দিয়েছেন সাইফুদ্দিন মিলন। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে জয়ী হবেন। মেয়র নির্বাচিত হলে তিনি বেতন নেবেন না। ঢাকার উন্নয়নে ২০ বছরের মহাপরিকল্পনা করবেন।

২০১৫ সালের সিটি নির্বাচনে দক্ষিণে চার হাজারের কিছু বেশি ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন সাইফুদ্দিন মিলন। এবার তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে চেয়েছিলেন। পরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর দলীয় সিদ্ধান্তে ভোটের মাঠে থেকে যান তিনি।

মিলন বলেন, মানুষ বলছে, 'আপনি ভালো লোক; কিন্তু আপনাকে ভোট দিয়ে কী হবে? ভোট তো আগের রাতেই হয়ে যায়।' তবে আমি আশা প্রকাশ করছি, সিটি নির্বাচন সুষ্ঠু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচন নিরপেক্ষ করবেন। কারণ নিরপেক্ষ নির্বাচন না হলে মানুষ ভোটকেন্দ্রে যাবে না। ভোটকেন্দ্র শূন্য থেকে যাবে।

জাপা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক। তার পরও নির্বাচনে থেকে যাওয়ার কারণ সম্পর্কে মিলন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমরা বসেছিলাম। তখন একটা পরিস্থিতি হয়েছিল যে, মেয়র নয় জাপাকে কিছু কাউন্সিলর দেওয়া হবে। শেষ পর্যন্ত কাউন্সিলরও দেওয়া হয়নি। তাই মহাজোট এবং জাপার সিদ্ধান্তে মেয়র পদে নির্বাচন করছি।

গত নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাপার মেয়র প্রার্থী বলেন, গতবার যা হয়েছে, তাকে নির্বাচনই মনে করি না। সকাল নয়টাতেই বলেছিলাম, ভোট আগের রাতেই হয়ে গেছে; কিন্তু প্রচার করা হয়েছিল আমি বসে গেছি।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, আলমগীর শিকদার লোটন প্রমুখ।