আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে শেষ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘বিএনপির অভ্যাস নির্বাচনের মাঝ পথ থেকে পালিয়ে যাওয়া। তাই বিএনপির প্রতি আহ্বান জানাবো, সিটি নির্বাচনে মাঠ ছেড়ে পালাবেন না, শেষ পর্যন্ত মাঠে থাকবেন।’

রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠকে তিনি এ কথা বলেন। খবর বাসসের

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুলী মায়া বীর বিক্রম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি হাসানুল হক ইনু, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় প্রতীকে নির্বাচন হলেও জনপ্রতিনিধিরা ভোট চাইতে পারবে না নির্বাচন কমিশনের এমন বিধি-নিষেধের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সংসদ সদস্যরা সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না এটা অত্যন্ত দু:খজনক। আমরা নির্বাচিত সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি। সেখানে আমরা কেন ভোট চাইতে পাবরো না। এটা কোন যুক্তি হতে পারে না।

তিনি বলেন, ‌‘সাবেক এমপিরা প্রচার চালাতে পারবেন, কিন্তু বর্তমান এমপিরা পারবে না। এটা লেভেল প্লেয়িং ফিল্ড হলো কিভাবে? যেখানে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সেখানে দলের এমপিরা কেন দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবে না এটা বেমানান।’

কেন্দ্রীয় ১৪ দলের নেতারা দিলীপ বড়ুয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান নাসিম।

এ ছাড়াও কেন্দ্রীয় ১৪ দলের সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কয়েকটি জায়গায় জনসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।