- সিটি নির্বাচন
- তারকাদের নিয়ে প্রচার চালালেন আতিকুল
তারকাদের নিয়ে প্রচার চালালেন আতিকুল

ছবি: সংগৃহিত
তারকাদের নিয়ে নির্বাচনী প্রচার চালালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বুধবার ফার্মগেটের আলরাজি হাসপাতালের সামনে থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় আসন্ন ডিএনসিসি নির্বাচনে নৌকা প্রতীকে আতিকুলের পক্ষে ভোট ও দোয়া চান তারকারা।
চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী বাঁধন, সাবেক প্রতিমন্ত্রী ও অভিনেত্রী অ্যাডভোকেট তারানা হালিম, নন্দিত ফুটবলার কায়সার হামিদ প্রমুখ এতে অংশ নেন।নৌকা মার্কায় ভোট চেয়ে রিয়াজ বলেন, আতিকুল ইসলাম নির্বাচিত হলে আধুনিক ঢাকা উপহার দিতে পারবেন। ঢাকা শহরের যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান হবে। এ সময় আতিকুল জলাবদ্ধতামুক্ত রাজধানী গড়ার প্রতিশ্রুতি দেন। পরে হলিক্রস স্কুলের সামনে দিয়ে লুকাস রেলক্রসিং হয়ে তেজকুনিপাড়া দিয়ে তেজগাঁও গিয়ে গণসংযোগটি শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত পথসভা আতিকুল বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। কিন্তু আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব। প্রথমেই ঢাকা শহরকে যানজটমুক্ত করার উদ্যোগ নেব। বাস মালিকদের সঙ্গে বসে বাস রুট রেশনালাইজেশনের কাজ করতে চাই।
আতিকুল বলেন, আমরা মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব। নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। উন্নয়ন চলছে, চলবে। এজন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে আপনাদের। ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে পরিকল্পনা নিয়েছি। আশা করছি, পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করতে পারব।
তিনি আরও বলেন, গত নয় মাসে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। এই কঠোর অনুশীলনের অভিজ্ঞতা আগামীতে সুন্দরভাবে প্রয়োগ করতে পারব যদি আপনারা আমাকে নৌকা মার্কায় নির্বাচিত করেন। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার শুধু উন্নয়নের গিয়ার। আশা করছি, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। পরে নাবিস্কো, বেগুনবাড়ি ও তেজগাঁও এলাকায় গণসংযোগ করেন তিনি।
মন্তব্য করুন