ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রেই ঢুকতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপির উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা ছিল। তারা ভোটারদের চূড়ান্ত রায়কে ভয় পায় বলেই ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ইমান্যুয়েল হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

এ সময় ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইনের ছবি প্রদর্শন করে সেটিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সৃষ্টি করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ভোট কেন্দ্রে ভুয়া পুলিশ কর্মকর্তা ছিলেন বলেও দাবি করেন তাবিথ আউয়াল।

সদ্য সমাপ্ত ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বুধবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেন উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।