- সিটি নির্বাচন
- চসিক নির্বাচন: ইসির বিরুদ্ধে মামলা করার হুমকি শাহাদাতের
চসিক নির্বাচন: ইসির বিরুদ্ধে মামলা করার হুমকি শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) নেওয়া ভোটের ফল প্রিন্টেড কাগজে না দিলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দিয়েছেন পরাজিত প্রার্থী বিএনপির ডা. শাহাদাত হোসেন।
রোববার নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ হুমকি দেন।
শাহাদাত বলেন, 'ইভিএমে ভোটের ফলাফল দেওয়ার কথা প্রিন্টেড কাগজে। কিন্তু তা না দিয়ে হাতে লেখা কাগজে দিয়েছে। নির্বাচন কমিশন ২৭ তারিখের সেই প্রিন্টেড কাগজ দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করবো।'
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনে সাড়ে ৭ শতাংশ ভোট পড়লেও নির্বাচন কমিশন কারচুপি করে সাড়ে ২২ শতাংশ ভোট দেখিয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে প্রায় ৩ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী।
মন্তব্য করুন