- সিটি নির্বাচন
- নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন ডা. শাহাদাত
চসিক নির্বাচন
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন ডা. শাহাদাত

ডা. শাহাদাত হোসেন- ফাইল ছবি
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার দুপুরের দিকে নির্বাচনী ট্রাইব্যুনাল চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ খাযরুল আমীনের আদালতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং অফিসার, আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিমসহ ৯ জনকে বিবাদী করে এই মামলা করেন তিনি।
মামলায় নির্বাচনে ভোটের ফলাফলের প্রিন্ট কপি না দেওয়া, ৫ শতাংশ ভোটকে ২২ শতাংশ দেখানোসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
এ ব্যাপারে ডা. শাহাদাত হোসেন সমকালকে বলেন, ‘চসিক নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারসাজি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে এসব অনিয়ম ও কারসাজি করা হয়েছে। ইভিএমে ভোট হলেও আমাদের ভোটের ফলাফলের প্রিন্ট কপি পর্যনাত দেওয়া হয়নি। হাতে লেখা ফলাফল দেওয়া হয়েছে। এসব অভিযোগে আমরা প্রধান নির্বাচন কমিশারসহ ৯ জনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি।’
গত ২৭ জানুয়ারী অনুষ্ঠিত চসিক নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
মন্তব্য করুন