- সিটি নির্বাচন
- ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

বাবুল হাসান
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার উপজেলার উত্তর চিকাজানী গ্রামে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল উপজেলার চরমাগুরী হাট দক্ষিণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সানন্দবাড়িগামী একটি ট্রাক ওই সড়কের উত্তর চিকাজানী এলাকায় আনিছুর রহমানের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা বাবুলের মোটরসাইকেলকে একটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাবুল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। কিন্তু সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন