বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জনগণ ভোট চোরদের আর ভোট দিতে চায় না, যার প্রমাণ রংপুর সিটি নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামানত হারিয়েছেন। রংপুরের জনগণ অনাস্থা জানিয়েছে আওয়ামী লীগকে। শুক্রবার নগরীতে বিএনপির গণমিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। সহনশীল আচরণ বজায় রাখতে আমরা কাজ করছি। এই গণমিছিল ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে গণমিছিল পেছানো হয়। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম ফন্দি-ফিকির করছে। দেশের জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। প্রতিবাদ সভায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা।
সরকারবিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় গণমিছিল। পরে সেখানে প্রতিবাদ সভা হয়।
এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে নগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।