চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‌'বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। তারা এখন প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, এমনকি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে।'

সোমবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে আগামীকাল বুধবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত গণঅবস্থান কর্মসূচি সফলে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, ‌'রাষ্ট্রের মালিকানা আজ জনগণের হাতে নেই। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। এজন্য দেশের মানুষ গণতন্ত্রকে মুক্ত করার জন্য আন্দোলন করছে।'

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ ম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, মাহবুব আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মন্‌জুর আলম চৌধুরী মন্‌জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহিলা দলের নেত্রী জেলী চৌধুরী, থানা বিএনপির সভাপতি মন্‌জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, আবদুস সাত্তার সেলিম, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন প্রমুখ।