- সিটি নির্বাচন
- ইশরাকের ওপর হামলা: মামলার বাদী গ্রেপ্তার
ইশরাকের ওপর হামলা: মামলার বাদী গ্রেপ্তার

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী ইমতিয়াজ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে যাত্রবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১০ ডিসেম্বর গোলাপবাগে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় সন্দেহভাজন হিসেবে জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ইশরাকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ঢাকায় বিএনপির মহাসমাবেশের সমর্থনে লিফলেট বিতরণকালে রড ও লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মন্তব্য করুন