চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের ভাষা বুঝে না। এর ফলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র হত্যা করছে। এই সরকারের লাগামহীন দুর্নীতির কারণে দেশ আজ দেউলিয়ার পথে।’

সোমবার দুপুরে সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নগরীর সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডা. শাহাদাত বলেন, ‘সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবকিছু দলীয়করণ করেছে। তাই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করতে হবে। তবেই দেশ সংকটমুক্ত হবে, মুক্ত হবে গণতন্ত্র।’

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ আলী, জমির আহমদ, ওমর ফারুক, রুবেল, জাহিদুল ইসলাম, জাহিদ রহিম, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।