- সিটি নির্বাচন
- চট্টগ্রামে বিএনপির সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে: ডা. শাহাদাত
লিফলেট বিতরণ
চট্টগ্রামে বিএনপির সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন নগরীর চকবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
সমাবেশ সফল করতে প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার চকবাজার এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, সরকার লাগামহীনভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে। ব্যাংকে টাকা সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। দেশের এমন চরম অর্থনৈতিক সংকটেও সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। এই সরকার জনগণের কথা ভাবছে না। তারা ভাবছে, বিরোধী দল দমন করে কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায়।এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মন্জু, চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু প্রমুখ।
মন্তব্য করুন