ইভিএম এ ভোট কৌশলে কারচুপির অভিযোগ এনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে জাকের পার্টি। রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

বগুড়া-৬ আসনের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনি বলেন,নির্বাচনের প্রাক্কালে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলের যে গণজোয়ার ছিল ভোটের ফলাফলে তা প্রতিফলন হয়নি। ভোটাররা ভোট দিয়েছে গোলাপ ফুলে, ভোট গেছে অন্য প্রতীকে। তাই ইভিএমএ সুষ্ঠু ভোট হয়নি।

তিনি আরও বলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল প্রস্তাব দিয়েছিলেন ইভিএম এর পরিবর্তে ব্ল-চেইন টেকনোলজি ও ই-ভোটিং পদ্ধতি প্রবর্তনের। এটা হলে মানুষ ঘরে বসেই ভোট দিতে পারবে। রাষ্ট্রপতিও এ প্রস্তাবের প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বগুড়া-৪ আসনের প্রার্থী আবদুর রশিদ সরদার, জাকের পার্টির কেন্দ্র সাংগঠনিক সম্পাদক আশরাফুল জামান।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে বগুড়া-৪ আসনে জাকের পার্টির প্রার্থী আবদুর রশিদ ৪ হাজর ৪৩ ভোট ও বগুড়া-৬ আসনে ফয়সাল বিন শফিক পেয়েছিলেন ৪১৮ ভোট।