- সিটি নির্বাচন
- বর্তমান সরকার জনগণের টাকা লুটেপুটে খেয়েছে: ডা. শাহাদাত
বর্তমান সরকার জনগণের টাকা লুটেপুটে খেয়েছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি লুটপাটকারী সরকার। তারা জনগণের টাকা লুটেপুটে খেয়েছে, বিদেশে পাচার করেছে, ব্যাংক খালি করে ফেলেছে। এ সরকার দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। তাই দুর্নীতিবাজ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। এ সরকারকে না সরালে জনগণের দুর্দশা আরও বাড়বে।
মাহে রমজান উপলক্ষে শুক্রবার নগরীর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষ থেকে সেহরিসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা জাকির হোসেনের সভাপতিত্বে সেহরিসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, নগর বিএনপির সাবেক উপদেষ্টা নবাব খান, নগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুর রহমান রিপন, ওয়ার্ড বিএনপির সহসভাপতি সোহেল ওসমান মামুন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ।
মন্তব্য করুন