- সিটি নির্বাচন
- বহুতল ভবন মালিকরা কর না দিলে ব্যবস্থা: চসিক মেয়র
বহুতল ভবন মালিকরা কর না দিলে ব্যবস্থা: চসিক মেয়র

নিউমার্কেট এলাকায় রাজস্ব বিভাগের চার নম্বর সার্কেল কার্যালয় পরিদর্শনে সিটি মেয়র
যারা বহুতল বাড়ি নির্মাণ করেও গৃহকর দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বুধবার নগরের নিউমার্কেট এলাকায় রাজস্ব বিভাগের চার নম্বর সার্কেল কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
সিটি মেয়র বলেন, ‘জনভোগান্তি কমাতে আমার কৌশল হলো হোল্ডিং নাম্বারের সংখ্যা বাড়াতে হবে। কারও নামে অতিরিক্ত ট্যাক্স বসানো হলে তা আপিল বোর্ডের মাধ্যমে কমিয়ে দিতে হবে। যারা বহুতল বাড়ি করেও গৃহকর দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
তিনি বলেন,‘তদারকির অভাবে ট্রেড লাইসেন্স ছাড়া অনেকে ব্যবসা করছে। কর আদায় কর্মকর্তাদের অবহেলাতে এই চর্চা চট্টগ্রামের অনেক এলাকায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। অনেক কর্মচারী যথাসময়ে উপস্থিত থাকেন না যা শৃঙ্খলাবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। চট্টগ্রাম সিটি করপোরেশনকে আয় করে ব্যয় করতে হয় তাই চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে কর আদায় বাড়াতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুস সালাম মাসুম ও গাজী মো. শফিউল আজিম, কর কর্মকর্তা নুরুল আলম, উপ-কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী, সাইফুল আলম ও তুষার দাশ।
মন্তব্য করুন