- সিটি নির্বাচন
- প্রার্থী হওয়ায় শাস্তি পাচ্ছেন বিএনপির ৪১ নেতা!
সিলেট সিটি নির্বাচন
প্রার্থী হওয়ায় শাস্তি পাচ্ছেন বিএনপির ৪১ নেতা!

সিলেট সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় ৪১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। শনিবার রাত থেকে তাঁদের কাছে কেন্দ্রীয় বিএনপি থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া শুরু হয়েছে। উপযুক্ত জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
তিনি বলেন, ‘কেন্দ্র থেকে পাঠানো চিঠি সংশ্লিষ্টদের কাছে সরাসরি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেওয়া হচ্ছে। চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ এ ৪১ জনের মধ্যে মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন ছাড়াও আটজন বর্তমান কাউন্সিলর রয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে সিদ্ধান্ত অমান্য করে কেন তাঁরা নির্বাচন করছেন, তা লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরে জানাতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে ‘গুম’ করে রাখা হয়েছে। এমন অবস্থায় বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো ধরনের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে প্রার্থী হয়েছেন। এ জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা কেন্দ্রীয় দপ্তরে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
মন্তব্য করুন