- সিটি নির্বাচন
- ডিআইটি পুকুর রক্ষায় রাজউকের উচ্ছেদ অভিযান
ডিআইটি পুকুর রক্ষায় রাজউকের উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিআইটি পুকুর পাড়ে রাজউকের অভিযান। ছবি-সমকাল
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড়ের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানের আগে রাজউকের ম্যাজিস্ট্রেট পুকুর পাড়ের অবৈধ ভবনের মালপত্র সরিয়ে নিতে আধাঘণ্টা সময় দেন। এ সময় দোকানিরা দ্রুত দোকানের মালামাল সরিয়ে নেন। পরে রাজউক পুকুর পাড়ের স্থাপনা গুড়িয়ে দেয়।
অভিযানের সময় পুকুর পড়ে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে আমরা মাইকিং করেছি। দোকানিরা আসবাবপত্র সরিয়ে নিয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের অভিযান চলমান থাকবে।
এ সময় অথরাইজড অফিসার নকিব হাসান, শ্যমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান পর্চা অনুযায়ী সীমানা নির্ধারণ করে পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে। তিনি বলেন, বিভিন্ন সংস্থার কাছে থাকা জলাশয়, পুকুর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর না করায় দখলের আগ্রাসন বেড়ে যাচ্ছে। আমরা রাজউককে জানিয়েছিলাম, এটা দখলমুক্ত করতে অথবা আমাদের কাছে হস্তান্তর করতে। কারণ সকল জলাশয়-পুকুর সংরক্ষণ করা সিটি করপোরেশনের দায়িত্ব। কিন্তু এখনও বিভিন্ন জলাশয়, পুকুর অনেক সংস্থার কাছে রয়ে গেছে, যার কারণে আমরা যথাযথ ব্যবস্থা নিতে চাইলেও পারছি না।
মন্তব্য করুন