- মন্তব্য
- 'ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে'
'ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে'

নারী দিবস নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে সমকাল অনলাইনের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান
নারীর অধিকার এখনও সুপ্রতিষ্ঠিত হয়নি। সবচেয়ে বড় কথা দেশে নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। কিছু কিছু ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন হয়েছে না বলে বলা ভালো কিছু নারী ওপরে উঠে গেছেন। কিন্তু শতকরা ৯৯ ভাগ নারী এখনও নানা দিক দিয়ে পেছনে পড়ে আছেন। উদাহরণস্বরূপ নির্বাচনের কথাই যদি বলি , বাইরের দেশে প্রতিপক্ষ দুই দল থেকে নারীরা নির্বাচন করছেন। কিন্তু এখানে নির্বাচনে প্রতিযোগী নারীর অংশগ্রহণ কমছে। রাষ্ট্র থেকে হয়তো উচ্চ পদে কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু নির্বাচিত হয়ে ক্ষমতায়নের পরিমাণ কম। এটা নারীর অনগ্রসরতারই প্রমাণ।
নারীর অধিকার বা ক্ষমতায়নের জন্য ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত নারীকে মর্যাদা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা যেমন নিশ্চিত হবে না, তেমনি ক্ষমতায়নও হবে না।
মন্তব্য করুন