প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতি সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন। শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মা হওয়ার সংবাদটি দেন প্রিয়াঙ্কা; একই পোস্ট শেয়ার করেন তার স্বামী গায়ক-গীতিকার নিক জোনাসও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পোস্টে তারা লিখেছেন, 'আমরা অতীব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।' 

 

ওই পোস্টের পর অনেকে প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন। হুমা কুরেশি লিখেছেন, খুশির খবর, অভিনন্দন। পূজা হেগড়ে লিখেছেন, অভিনন্দন, তোমাদের জন্য ভালোবাসা ও শুভ কামনা। লারা দত্ত মন্তব্য করেছেন, অভিনন্দন।

এদিকে, এই দম্পতিকে সম্প্রতি সান দিয়াগোর কাছে একটি সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রিয়াঙ্কা-নিক ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন।