- মন্তব্য
- ক্রান্তিকালের ভূমিকায় চিরস্মরণীয় হয়ে থাকবেন সাহাবুদ্দীন আহমদ
ক্রান্তিকালের ভূমিকায় চিরস্মরণীয় হয়ে থাকবেন সাহাবুদ্দীন আহমদ

সামরিক শাসনের যাঁতাকলে দেশ যখন পিষ্ট, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ যখন নানা টালবাহানা করছেন, সেই প্রেক্ষাপটে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এরশাদের বিরুদ্ধে গণআন্দোলন যখন সংগঠিত হয়েছিল প্রবলভাবে, তিনি যখন ক্ষমতা আঁকড়ে থাকায় স্বপ্নে মশগুল, তখন ক্ষমতা হস্তান্তরের যে জোর দাবি আর রূপরেখা আমরা প্রণয়ণ করেছিলাম, তার পূর্ণাঙ্গ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাহাবুদ্দীন আহমেদ। তার ওই ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এরশাদের ক্ষমতা হস্তান্তরের পর বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ রাষ্ট্রপতির আসনে বসলেও তিনি দ্রুত সাধারণ নির্বাচন আয়োজন করতে চেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগেই শর্তই দিয়েছিলেন, দায়িত্ব পালন শেষে তিনি আবার বিচারবিভাগের দায়িত্বে ফিরে যেতে চান। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তিনি দৃঢ় ভূমিকা পালন করেছেন।
মন্তব্য করুন