- মন্তব্য
- গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সাহাবুদ্দীন আহমদের ভূমিকা জাতি স্মরণ করবে
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সাহাবুদ্দীন আহমদের ভূমিকা জাতি স্মরণ করবে

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ
দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্র উত্তরণে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ভূমিকা অবিস্মরণীয়। স্বৈরতন্ত্র থেকে দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে তিনি নিজের ভূমিকাটা সেদিন সঠিকভাবে পালন করেছিলেন। এ কারণে সেদিন আমরা আমাদের কাজটা সঠিকভাবে পালন করতে পেরেছিলাম। সেসময় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার পরও তিনি সঠিক অবস্থান, নৈতিক অবস্থান, সাংবিধানিক অবস্থানে অনড় ছিলেন।
স্বৈরশাসক থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ভূমিকা জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সততা ও দৃঢ় অবস্থান থেকে দেশকে অনেক কিছু দিয়েছেন। তার ওই নেতৃত্বটা ওইদিনের জন্য, ওই সময়ের জন্য আমাদের কাছে মনে হয়েছিল এটা আল্লাহ প্রদত্ত।
দ্বিতীয়ত, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটা, এটা যে সঠিকভাবে পালন করা যায়, সেটাও তিনি প্রমাণ করেছেন। তত্ত্বাবধায়ক সরকারে যদি সঠিক লোকের সঠিক নেতৃত্ব থাকে এবং সঠিকভাবে পালন করা হয়, তাহলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে প্রবণতা চলছে, সেখান থেকে উত্তরণ সম্ভব। এটা তিনি প্রথমেই প্রমাণ করেছেন। পরবর্তীকালে তার মতো করে কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার সেটা সঠিকভাবে পালন করেছে। সেটাকেই নিরপেক্ষ নির্বাচনের একটা রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের বর্তমান অবস্থায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছা থাকলে কাজ করা যায়, সেটা সম্ভব করে ইতিহাস সৃষ্টি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে বিপদে ফেলার যে বর্তমান প্রচেষ্টা, সেখান থেকে বের হয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব, তা সাহাবুদ্দীন আহমদ প্রমাণ করেছেন।
মন্তব্য করুন