ঢাকায় বিএনপি নেতাকর্মীর নামে ৮৯ মামলায় গ্রেপ্তার আরও ৩৭
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ১৯:২৮
বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় ৪০টি মামলা করেছে পুলিশ ও ভুক্তভোগীরা। এ ছাড়া বিএনপি ও তার মিত্রদের ডাকা একদিনের এবং প্রথম দফায় তিনদিন এবং দ্বিতীয় দফার অবরোধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আরও ৪৯টি মামলা করেছে ভুক্তভোগীরা। এসব মামলায় গত শনিবার পর্যন্ত বিএনপির ২ হাজার ৩৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব মামলায় র্যাবও বিএনপির শতাধিক নেতকর্মীকে গ্রেপ্তার করেছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই ঢাকাসহ সারাদেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সমাবেশ থেকে পুলিশ ওপর হামলা চালিয়ে হত্যা এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ডিএমপির ৩২টি থানায় মোট ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় শনিবারও বিএনপি ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া রোববার রাজধানীর উত্তরায় পুলিশের ওপর ককটেল ছুড়ে পালানোর সময় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
এদিকে ডিএমপির আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ও মামলা সংক্রান্ত প্রাত্যহিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২১—৩১ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে ঢাকায় বিএনপির ২ হাজার ৩৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার ১ হাজার ৫০২ জন বিএনপি নেতাকর্মী। এর মধ্যে ২৫ অক্টোবর ১১১, ২৬ অক্টোবর ২০২, ২৭ অক্টোবর ৩৪০, ২৮ অক্টোবর ৬৯৬, ২৯ অক্টোবর ২৫৬, ৩০ অক্টোবর ১৫৮ ও ৩১ অক্টোবর ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে শতাধিকের কম গ্রেপ্তার হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার করেছে ওয়ারী বিভাগ ৫৪৫ জন, মিরপুর বিভাগ ৪৯৬ জন। আর সর্বনিম্ন উত্তরা বিভাগ ১১৫ জনকে গ্রেপ্তার করেছে। তাছাড়া রমনা ১৩৪, লালবাগ ৪১৮, মতিঝিল ৩১৯, তেজগাঁও ১৬১ ও গুলশান বিভাগ ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে।
ওই প্রতিবেদনে আরও দেখা যায়, ডিএমপির ৮ বিভাগের ৩২টি থানায় বিএনপি নেতাকর্মীদের নামে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলার বাদি পুলিশ ও ভুক্তভোগীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে ৩০টি, মিরপুর ১৬টি, ওয়ারী ১২টি, গুলশান ১০টি। এ ছাড়া রমনা ৮টি, লালবাগ ও তেজগাঁও ৫টি করে, উত্তরা বিভাগ ৩টি। আর থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পল্টন থানায় ১৪টি মামলা হয়েছে। রমনা ও শাহজাহানপুর থানায় ছয়টি করে। এ ছাড়া বাকি থানায় বাকি মামলা হয়েছে।