পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান গ্রেপ্তার

হামলার সময় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ০৬:৩৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ১৮:১৬
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের সময় পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনারে পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আমানুল্লাহ আমানকে সোমবার বিকেলে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করা হয়।