ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

‘অনৈতিক সম্পর্কের’ অপবাদ দিয়ে কাঁচির আঘাতে স্ত্রীকে হত্যা

‘অনৈতিক সম্পর্কের’ অপবাদ দিয়ে কাঁচির আঘাতে স্ত্রীকে হত্যা

গ্রেপ্তার আবদুল হক। ছবি: সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ২১:৫৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ১৮:১৫

পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধূকে কাঁচির উপর্যুপরি আঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে পৌরসভাধীন মুকুন্দী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রোববার সকালে হত্যার দায়ে জাহানারার স্বামী আবদুল হককে আটক করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়। 

নিহত জাহানারা বেগম ওই এলাকার মৃত ওসমান মিয়ার মেয়ে। 

পারিবারিক সূত্র জানায়, ২৭ বছর আগে মুকুন্দী গাজীপুরা এলাকার সিরাজ মিয়ার ছেলে আবদুল হকের সঙ্গে বিয়ে হয় তাঁর। এ দম্পতির দুই ছেলে। জাহানারা স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকেন।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়ে আবদুল হক। ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে আনুমানিক ৫ বছর কারাভোগ করে। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে এলাকায় আসে। স্ত্রী জাহানারা অনৈতিক সম্পর্কে জড়িত– এমন অপবাদ দিয়ে নির্যাতন শুরু করে। 

জাহানারার পরিবারের এক সদস্য জানান, বাবার কাছ থেকে পাওয়া জমি বিক্রির জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিল আবদুল হক। জাহানারা তাতে রাজি হননি। ক্ষিপ্ত হয়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে আবদুল হক। অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদও ছড়িয়েছে সে। শনিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ২টার দিকে জাহানারাকে ধারালো কাঁচি দিয়ে এলোপাতাড়ি ১৫-২০টি আঘাত করে আবদুল হক। তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকলে স্বজন ও প্রতিবেশীরা জাহানারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ রোববার সকালে আবদুল হককে আটক করে। পরে জাহানারার বড় ভাই আব্দুল সালাম বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন। এতে গ্রেপ্তার দেখিয়ে আবদুল হককে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে আবদুল হক। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ দিকে হত্যার সংবাদ পেয়ে রোববার সকালে জাহানারার বাড়ি যান আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী। তিনি সাংবাদিকদের বলেন, আবদুল হক একজন চিহ্নিত ডাকাত। পুলিশ ও এলাকাবাসী বিষয়টি জানে। পঞ্চাশোর্ধ্ব নারী অনৈতিক সম্পর্কে আছেন– বিষয়টি ডাহা মিথ্যা ছাড়া কিছুই নয়। সুষ্ঠু তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

আরও পড়ুন