- অপরাধ
- চুরির প্রায় ১৭ ভরি স্বর্ণ বিক্রি হয় সাড়ে ৬ লাখ টাকায়
চুরির প্রায় ১৭ ভরি স্বর্ণ বিক্রি হয় সাড়ে ৬ লাখ টাকায়

ফাইল ফটো
ঢাকার দোহারে এক প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১৭ ভরি স্বর্ণের মধ্যে সাড়ে ৭ ভরি গলানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বুধবার উদ্ধার করা হয় এ স্বর্ণ। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। চুরির প্রায় ১৭ ভরি স্বর্ণ সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি করা হয়।
ওই ব্যক্তিরা হলো- উপজেলার দুবলি গ্রামের রাজন (২৫), আবুল হোসেন (২৪) ও তার স্ত্রী সাথী আক্তার (২১) এবং পাশের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের শ্যামল দাস (৩৬)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চুরি করা স্বর্ণ বিক্রির টাকায় কেনা মোটরসাইকেল ও অটোরিকশা।
সাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের শাহিদা আক্তারের বাড়িতে গত ৫ নভেম্বর চুরি হয়। তাঁর স্বামী ও দুই ছেলে সৌদি আরবে থাকেন। শাহিদা আক্তার ৬ নভেম্বর দোহার থানায় প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রথমে দু'জনকে শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আবুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় অটোরিকশা ও অ্যান্ড্রয়েড ফোন। এতে স্ত্রী সাথীর গলায় স্বর্ণের হারের ছবিও দেখতে পায় পুলিশ। পরে বাদী এসব জিনিস শনাক্ত করেন। এ সময় গ্রেপ্তার করা হয় আবুলের স্ত্রী সাথীকে। পরে ওই দু'জনের দেওয়া তথ্যে একই গ্রামের রাজনকে গ্রেপ্তার করা হয়। সে জানায়, শ্রীনগর বাজারে শ্যামল দাসের বাবা দুলাল
দাসের মালিকানাধীন ঝর্ণা স্বর্ণ শিল্পালয়ে চুরির প্রায় ১৭ ভরি স্বর্ণ সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি করেছে। পরে শ্রীনগর থানা পুলিশের সহায়তায় ওই দোকান থেকে গলিত অবস্থায় সাড়ে ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শ্যামল দাসকে।
মন্তব্য করুন