ঢাকার কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত-সংশ্নিষ্টরা বলছেন, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ডেকে নেওয়ার পর তাকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেয় গ্রেপ্তারকৃত ব্যক্তি। তবে তার পরিকল্পনা ছিল ভিন্ন। মেয়েটি আসার পর গোপন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনা চাপা দিতে তাকে পুড়িয়ে হত্যা করা হয়।

গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার সাবান ফ্যাক্টরি এলাকায় এক তরুণীকে গুরুতর দগ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার।

পুলিশ জানায়, ইট বা ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে হত্যাকারীরা। এরপর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন।