যাত্রী সেজে বাসে উঠে চালক-হেলপারকে জিম্মি করে গাড়ি দখলে নিত একটি চক্র। নিজেরা হেলপার-সুপারভাইজার হিসেবে বাসে যাত্রী তুলে মারধর করে সর্বস্ব কেড়ে নিত। শুক্রবার সাভার থেকে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো– ফখরুল কবির শান্ত (২৯), মনির হোসেন (৩০), মুজাহিদ ওরফে বাবু (২৮), মো. ইমরান (২২), মো. রাজিব ওরফে আসিফ (২১) ও মো. সানি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি রাতে একটি বাস দারুস সালাম থানার পর্বত সিনেমা হলের ডানপাশে রাস্তার ওপরে রেখে চালক ও তাঁর সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে ডাকাত দলের ৮-১০ সদস্য তাঁদের জাগিয়ে তুলে গাড়ি রাখার কারণ জানতে চায়। চালক ও সহকারীর মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে চালকদের মারধর করে সেগুলো ছিনিয়ে হাত-পা-চোখ-মুখ বেঁধে গাড়ির পেছনের আসনে ফেলে রাখে। ডাকাত চক্রের প্রধান শান্ত চালকের আসনে বসে বাস টান দেয়। কিছুক্ষণ পর চালকের আসনে বসে আরেক সদস্য। অন্যরা যাত্রীর আসনে বসে। গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-আজিমপুর-যাত্রাবাড়ী-কাঁচপুর হয়ে একই পথে ফিরে আমিনবাজার-সাভার-চন্দ্রার বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে অর্থ ও জিনিসপত্র ছিনিয়ে পথে নামিয়ে দেয়। সারারাত ডাকাতি করে ভোরে বাসটি সাভার থানার কবিরপুরে ফেলে চলে যায় তারা।

এ ঘটনায় গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, মামলার বাদীসহ অন্য ভুক্তভোগীর বক্তব্য পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলটি শনাক্ত করা হয়। শুক্রবার অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় ডাকাতি মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র-মাদক মামলা রয়েছে।