রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ন্যাশনাল কালচারাল ফেস্ট-২০২৩। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় ৮টি ভেন্যুতে প্রথমবারের মতো এ ফেস্টের আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ।

অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের ১০০ টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, অভিনয়, অলিম্পিয়াডসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় তারা অংশ গ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।