- অপরাধ
- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বাম জোটের
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বাম জোটের

ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ বিভিন্ন দাবিতে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতারা।
সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এবং জনজীবনের সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। এতে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
নেতারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন উপনির্বাচন এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্বাচন দেখিয়ে দিয়েছে, নির্বাচনকে কলুষিত করে ক্ষমতায় থাকতে সরকার মরিয়া হয়ে উঠেছে। এভাবে শাসন বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।
সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন। এতে জানানো হয়, রমজান মাসে দেশব্যাপী বাম জোটের কেন্দ্রীয় নেতাদের সফর ও প্রতিনিধি সভা এবং রমজানের পরে সারাদেশে জাগরণ যাত্রা বা ঝটিকা সফর হবে। এ ছাড়া জেলা-উপজেলায় ঘেরাও-বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন