- অপরাধ
- এলাকায় এলাকায় ন্যায্যমূল্যের দোকান চায় বাম জোট
এলাকায় এলাকায় ন্যায্যমূল্যের দোকান চায় বাম জোট

ফাইল ছবি
এলাকায় এলাকায় দোকান খুলে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তাঁরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, উচ্চমূল্য নিয়ে অনেক কথা বললেও সরকার দাম বাড়ানোর জন্য দায়ী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
বক্তারা বলেন, বাজারে এমন কোনো জিনিস নেই, যার দাম ক্রমাগত বাড়ছে না। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। মানুষের আয় বাড়েনি। ফলে তাদের খাবার কমিয়ে দিতে হচ্ছে। শতকরা ৬৮ ভাগ মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। ব্যবসায়ীরা রমজান মাসের আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন। রমজান শুরু হলে কী হবে, তা নিয়ে সাধারণ মানুষ শঙ্কিত।
তাঁরা বলেন, বর্তমানে ওএমএসের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে তা সংগ্রহ করতে হয়। অনেকে পান, অনেকেই পান না। এ অবস্থায় প্রত্যেক এলাকায় ন্যায্যমূল্যের দোকান খুলে সাধারণ মানুষকে নিত্যপণ্য সরবরাহ করতে হবে।
উচ্চ দ্রব্যমূল্যের চাপে মানুষ যখন দিশেহারা, তখনই নির্বাহী আদেশে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে বলেও উল্লেখ করে বাম রাজনৈতিক দলগুলোর নেতারা। তাঁরা অভিযোগ করেন, সরকার প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। ১২ বছর ধরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকদের ক্যাপাসিটি চার্জ বাবদ ৯৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এর দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, দুলাল সাহা, বাসদ নেতা সেলিম মাহমুদ, সাইফুল ইসলাম শরীফ।
মন্তব্য করুন