- অপরাধ
- ছাতকে যুবলীগকর্মীর ছুরিকাঘাতে অপর যুবলীগকর্মী নিহত!
ছাতকে যুবলীগকর্মীর ছুরিকাঘাতে অপর যুবলীগকর্মী নিহত!
-samakal-64233d6731c37.jpg)
নিহত লায়েক মিয়া। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে আব্দুল কুদ্দুছ শিপলু (২৮) নামের এক যুবলীগকর্মীর ছুরিকাঘাতে অপর যুবলীগকর্মী লায়েক মিয়া (৪৭) নিহত হয়েছেন বলে জানা গেছে। লায়েক মিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলীভোগ আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লায়েক মিয়া বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টায় শহরের গনেশপুর খেয়াঘাটে বসে কয়েকজনের সাথে চা পান করছিলেন লায়েক মিয়া। এসময় হঠাৎ করেই মন্ডলীভোগ আবাসিক এলাকার তাজ উদ্দিনের ছেলে যুবলীগকর্মী আব্দুল কদ্দুছ শিপলু ছুরি দিয়ে লায়েকের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা লায়েক মিয়াকে প্রথমে ছাতক উপজেলা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মুহাম্মদ মইনুল জাকির বলেন, ‘হামলাকারীকে ধরতে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।’
মন্তব্য করুন