দৈনিক প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

বুধবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা প্রায় ১৫ মিনিট মৌন অবস্থান করেন। এরপর আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু।

মেঘমল্লার বসু আরও বলেন, ছলেবলে সাংবাদিকতাকে সন্ত্রাস হিসেবে দেখানো হচ্ছে, সাংবাদিকতা করার কারণে জেলে ঢুকানো হচ্ছে। 

এরপর টিএসসি থেকে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ ঘুরে আবার টিএসসিতে ফিরে শেষ হয়।