ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চালককে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালিচান্দা গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে বাদশা মিয়া (২৪)। তিনি ইজিবাইকচালক। গত বুধবার ইফতারি শেষে তিনি ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে হালুয়াঘাটের বড়দাসপাড়া রোডের একটি সেতুর নিচে গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দার। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা ইজিবাইকের ব্যাটারির রশিদ দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি।

হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনিয়ে নিতেই এ ঘটা ঘটেছে। গলাকেটে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।