বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ। প্রথম কর্মসূচি হিসেবে আগামী সোমবার বিকেল সাড়ে চারটায় আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বৈঠকে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ঐক্য ন্যাপের সঙ্গে পৃথক আলোচনায় অনুরূপ সিদ্ধান্ত হয়েছিল।

ছয়টি বামপন্থি দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট ও সমমনা বিভিন্ন দল বেশ কিছুদিন আগে থেকেই সরকারের শাসন ও জনজীবনের সংকটের বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় বাম জোট, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।    

বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট, দুর্নীতি-লুটপাট, বিরাজমান অর্থনৈতিক দুরবস্থা এবং দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাসদের পক্ষে বৈঠকে অংশ নেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। 

যুগপৎ আন্দোলনের কর্মসূচি: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের’ উচ্ছেদের দাবিতে আগামী সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচিতে ওইদিন বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাসদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ওইদিন বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত ও মানববন্ধনের কর্মসূচি পালন করবে। ঐক্য ন্যাপ অনুরূপ কর্মসূচি পালন করবে।