রাজধানীর বনানীর একটি দোকানে অভিযান চালিয়ে ৫৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার কড়াইল বস্তি এলাকার মিম ফ্যাশন গ্যালারি নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে মদের বোতলগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির নাম মনির হোসেন (৩৮)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দর ও বনানী এলাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ সরবরাহ করে আসছিল।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল জানান, ক্রিস্টালমেথ বা আইস, ইয়াবা, এলএসডি, ডিওবিসহ অন্যান্য ক্ষতিকর মাদকের পাশাপাশি অবৈধ বিদেশি মদ চোরা চালানের সঙ্গে যারা জড়িত তাদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আসামিকে জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রের অন্য সদস্যদের ওপর নজরদারি করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।