ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আনারুল ইসলামের বাড়ি নীলফামারীর সুটিপাড়া ফুলতলায়।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জেএমবি সদস্য আনারুল দীর্ঘদিন আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিল। ওয়েলডিং মিস্ত্রি হিসেবে কাজের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালাত। ২০২১ ও ২০২২ সালে নীলফামারী এলাকায় তার কয়েক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এরপর আনারুল ঢাকায় চলে আসে।