- অপরাধ
- বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু: খোঁজা হচ্ছে পেস্ট কন্ট্রোল কোম্পানির মালিককে
বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু: খোঁজা হচ্ছে পেস্ট কন্ট্রোল কোম্পানির মালিককে

বাসায় ছিটানো পোকামাকড়ের ওষুধের বিষক্রিয়ায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। দুই দিনের হেফাজতে নেওয়া ওই ব্যক্তির নাম টিটু মোল্লা। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এ ঘটনায় ডিসিএস অর্গানাইজেন লিমিটেড নামের বালাইনাশক (পেস্ট কন্ট্রোল) প্রতিষ্ঠানের মালিকপক্ষকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চিকিৎসকের বরাতে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কীটনাশকের বিষক্রিয়ায় শাহির মোবারত জায়ান (৯) ও শায়ান মোবারত জাহিন (১৫) নামের স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়। এই ঘটনায় শিশু দু’টির এক বোন, বাবা মোবারক হোসেন ও মা শারমিন জাহানও অসুস্থ হন। দুই শিশুর সন্তানের মৃত্যুর ঘটনায় মোবারক হোসেন সোমবার ভাটারা থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, ডিসিএস অর্গানাইজেন লিমিটেড নামের ওই পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কার্যালয় ভাটারায়। ঘটনার পর থেকে তালাবদব্ধ করে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা উধাও।
পুলিশ ও দুই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার পোকামাকড় নিধনে ডিসিএস অর্গানাইজেন লিমিটেড নামের একটি পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কর্মীদের বাসায় ডেকে আনেন শায়েন-শাহিলের বাবা মা। কীটনাশক স্প্রে করার পর কর্মীরা বলে যান। ৩-৪ যেন কেউ বাসায় না ঢোকেন। এরপর পুরো বাসা পরিষ্কার করে বসবাস করতে হবে। পরিবারটি বাইরে সময় কাটিয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে শাহির। এরপর অসুস্থ হয়ে পড়ে তার বড় ভাই শায়ান। রোববার ভোরে দুই ভাইকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহিরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শায়ানও মারা যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে টিটু মোল্লা দাবি করেন, দেড় বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার দিন ডিসিএস অর্গানাইজেন লিমিটেড নামে যে ওষুধ দেওয়া হয়েছে সেটি ওই বাসায় নিয়ে যান তারা।
পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, অভিযুক্ত একজনকে রিমাণ্ডে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন