- অপরাধ
- তীব্র গরমে অসুস্থ অর্ধশতাধিক নারী, কারখানা ছুটি ঘোষণা
তীব্র গরমে অসুস্থ অর্ধশতাধিক নারী, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরের একটি তৈরি পোশাক কারখানায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক নারী। পরে উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙাচালা এলাকার কারখানাটিতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, চিকিৎসা নিয়ে শ্রমিকদের অনেকে বৃহস্পতিবার বিকেলেই নিজ নিজ বাসায় ফিরেছেন।
কামরাঙাচালা এলাকার ল্যাভেন্ডা নামের তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেন দেড় সহস্রাধিক শ্রমিক। ঘণ্টাখানেক পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে সহকর্মীরা কারখানা চিকিৎসকের কাছে নিয়ে যান। তাঁদের চিকিৎসা চলার মধ্যেই অন্য শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন।
সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রোজিনা আক্তার নামের তিন শ্রমিক বলেন, সব মিলিয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে নিয়ে যায়।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, তীব্র গরমের কারণে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কোনাবাড়ী ও মৌচাক এলাকার কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। অতিরিক্ত গরম থাকায় তাঁরা এক দিনের জন্য ছুটি ঘোষণা করেন।
মন্তব্য করুন