- অপরাধ
- মানুষের অঙ্গহানির ভিডিও ছড়িয়ে শক্তির জানান দিত তারা
মানুষের অঙ্গহানির ভিডিও ছড়িয়ে শক্তির জানান দিত তারা

কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার সাতজন
রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে সম্প্রতি আরমান নামে এক যুবকের হাতের কবজি চাপাতি দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। তারা আগেও একই কায়দায় লোকজনের অঙ্গ বিচ্ছিন্ন করেছে। নৃশংসতার এসব ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নিজেদের শক্তির জানান দিত তারা।
শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। প্রকাশ্যে কুপিয়ে আরমানের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরালের ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো রাফিদুল ইসলাম রানা ওরফে রাফাত, আহমেদ খান, হানিফ হোসেন জয়, হাসান ওরফে গুটি হাসান, রমজান, মো. রাজু ও তুষার হাওলাদার। শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যামব।
খন্দকার আল মঈন জানান, চার-পাঁচ বছর ধরে মোহাম্মদপুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ও কবজি বিচ্ছিন্ন করে দিত ১৫-২০ জনের একটি গ্রুপ। পরে এসব নৃশংসতার ভিডিও ধারণ করে টিকটকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে দিত তারা। এভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কেনাবেচা করত গ্রুপটি।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাতজন মোহাম্মদপুর ও আশপাশের এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের নেতৃত্বে রয়েছে রাফাত, তুষার ও আনোয়ার। তারা পথচারীদের চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও দামি জিনিসপত্র ছিনতাই করত। চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাত তারা। এমনকি বিভিন্ন ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবেও কাজ করত।
আরমানের কবজি বিচ্ছিন্ন করার বিষয়ে খন্দকার আল মঈন বলেন, পূর্বশত্রুতার জেরে আরমানের বাঁ হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে কবজি বিচ্ছিন্ন করে তুষার। একই সঙ্গে রাফাত চাপাতি দিয়ে আরমানের ডান হাত প্রায় বিচ্ছিন্ন করে। ঘটনার পর গ্রুপের প্রধান ‘হিটম্যান’ হিসেবে পরিচিত রাফাত গ্রেপ্তার এড়াতে প্রথমে ফরিদপুর, পরে বাগেরহাটে চলে যায়।
মন্তব্য করুন