প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার পরোয়ানাভুক্ত আসামি মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, সিলেটে ২৩ বছর ধরে বিচারাধীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার এক নম্বর আসামি মাসুদ। 

২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বোমা হামলার ছক আঁকা হয়েছিল। এর মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু হামলার আগের দিন রাতে ডা. আরিফের বাসায় বোমা তৈরি ও হস্তান্তর করতে গিয়ে বিস্ফোরণে ঘটনাস্থলে দুই জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে মাসুদ ও আবু ওবায়দা নামে দু’জনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ওই ঘটনায় গ্রেপ্তার মাসুদকে ১ নম্বর আসামি করে পাঁচজনের বিরুদ্ধে সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। ওই বছরের ২ অক্টোবর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে মাসুদ ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। এরপর জামিনে বেরিয়ে এক যুগেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন তিনি। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।