শিল্পপতি পরিচয়ে বিয়ের ফাঁদ
গ্রেপ্তার সান্টু বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫০
শামীমা আক্তার (ছদ্মনাম) স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। ২০২১ সালে সান্টু বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এ সময় সান্টু নিজেকে প্রথমে মেজর, পরে শিল্পপতি পরিচয় দিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক করেন। একপর্যায়ে বিয়ের মিথ্যা কাগজপত্র তৈরি করে সেখানে ওই নারীর স্বাক্ষর নেন। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সান্টুকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেট থেকে প্রতারণার অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বুধবার সিআইডির মুখপাত্র আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সান্টু ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন হোটেল–রিসোর্টে নিয়ে গোপনে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন। সান্টু সেনা কর্মকর্তা ছাড়াও যশোর ট্রাভেলস পরিবহন ও বিশ্বাস গার্মেন্টসের মালিক হিসেবেও পরিচয় দেন। প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন।
সিআইডির মুখপাত্র জানান, ভুক্তভোগী নারী প্রতারণার বিষয়টি বুঝতে পারলে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর সান্টু তাদের ব্যক্তিগত ছবি–ভিডিও ফেসবুকে প্রকাশের হুমকি দিয়ে টাকা চান। ৮ মে সান্টু শামীমা ও তার ছেলের মোবাইলে আপত্তিকর ছবি–ভিডিও পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন।
ওই ঘটনায় ৬ নভেম্বর ঢাকার লালবাগ থানায় ভুক্তভোগীর ছেলে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্তে সান্টুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়তি থাকার বিষয়টি স্বীকার করেন। তাকে বুধবার আদালতে তোলে সিআইডি। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।