ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারকালে দুই চীনা নাগরিক গ্রেপ্তার

চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারকালে দুই চীনা নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তার দুই চীনা নাগরিক। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫৬

চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে এক নারীকে পাচারের সময় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃতরা হলেন- ফ্যান গোয়াইয়ে (২৭) ও ইয়াং জিকু (২৫)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হলেও সব আইনি প্রক্রিয়া শেষ করার পর গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

বুধবার বিমানবন্দর থানার পুলিশ জানায়, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্তৃক আটক দুই চীনা নাগরিকের বিরুদ্ধে সুবর্ণা আক্তার (২১) নামে বাংলাদেশি এক তরুণীকে চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে বিদেশে পাচারের চেষ্টার অভিযোগ রয়েছে। এ ঘটনায় চক্রটির বিরুদ্ধে নারী পাচার আইনের ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বাদী ভুক্তভোগী সুবর্ণা আক্তার।
  
জানা যায়, গত সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে  একই মানবপাচারকারী চক্রের দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, ভুক্তভোগী সুবর্ণা আক্তারের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ-৫ এ দুই চীনা নাগরিককে শনাক্তের পর আটক করা হয়। 

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, নারী পাচারের অভিযোগে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি শিহাব কায়সার খান সমকালকে বলেন, বেশ কিছু দেশের মানবপাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচারের চেষ্টায় লিপ্ত। তারা মূলত গ্রামের সহজ-সরল নারীদের টার্গেট করে বিভিন্ন লোভ দেখিয়ে পাচার করার চেষ্টা করে। 

তিনি আরও বলেন, বিমানবন্দরে দেশি-বিদেশি অপরাধী চক্রের বিরুদ্ধে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন

×