ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

সাবেক এমপির ছেলেমেয়ে নিলেন মনোনয়ন ফরম

সাবেক এমপির ছেলেমেয়ে নিলেন মনোনয়ন ফরম

ইকবাল হোসেন সবুজ, জামিল হাসান দুর্জয়, রুমানা আলী টুসী

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০০:৩৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ | ০১:১৭

আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলীর ছেলে জামিল হাসান দুর্জয় ও মেয়ে অধ্যাপিকা রুমানা আলী টুসী।
গত নির্বাচনেও জামিল হাসান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পরে দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। পরে রুমানা আলী টুসীকে করা হয় সংরক্ষিত আসনের এমপি। এ নিয়ে দুর্জয়ের সঙ্গে বিরোধ দেখা দেয় টুসীর। এ বছর জাতীয় শোক দিবসের অনুষ্ঠানেও তাদের এক মঞ্চে দেখা যায়নি।
ভাইবোন ছাড়া শ্রীপুর উপজেলা, গাজীপুর সদরের ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী নিয়ে গাজীপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। ১৮ কোটি মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, সেটিই আমি মাথা পেতে নেব।
দুর্জয় ও টুসীকে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি। তবে আগে টুসী সমকালকে বলেছিলেন, ‘দলীয় প্রার্থীদের মধ্যে এক ধরনের গণতন্ত্রের চর্চা থাকে। আমি মনে করি, এটি গণতন্ত্র চর্চার জায়গা। যখন সময় হবে, তখন আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াব। মনে করতে পারেন, এটি আমাদের রাজনৈতিক কৌশলও। আমাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা নেই।’

whatsapp follow image

আরও পড়ুন

×