ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অরক্ষিত রেলক্রসিংয়ে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

অরক্ষিত রেলক্রসিংয়ে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:১৬ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়ায় রেল ক্রসিংয়ে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কালুখালীর রতনদিয়া ইউনিয়নের খয়ের খা (৬০)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। অজ্ঞাত ব্যক্তি ভ্যানের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতনদিয়া বাজার থেকে ভ্যানে করে জামাতাবাড়ি সূর্যদিয়া যাচ্ছিলেন খয়ের খা। সূর্যদিয়া রেলগেট অতিক্রম করার সময় গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে তারা দু’জনেই নিহত হন।

কালুখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার দীনবন্ধু রায় জানান, সূর্যদিয়া রেলগেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনার পর পাশের গেটম্যান তাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×