- ঢাকা
- মোটরসাইকেল দুর্ঘটনায় মাদারীপুরে প্রাণ গেল দুই ছাত্রের
মোটরসাইকেল দুর্ঘটনায় মাদারীপুরে প্রাণ গেল দুই ছাত্রের

মোটরসাইকেল দুর্ঘটনায় মাদারীপুর সদরের ধুরাইল এলাকায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা সমকালকে জানান, শুক্রবার সকালে মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ফরাজী (১৫) ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জালাল ফরাজীর ছেলে ও জনি (১৫) ফরাজী একই গ্রামের জহির ফরাজীর ছেলে।
ওসি কামরুল জানান, দুর্ঘটনায় আহত নাইম ফরাজীকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে এবং জনি ফরাজীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মন্তব্য করুন