ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগুন পুড়ে ৯টি কোরবানির গরুর মৃত্যু হয়েছে। এ সময় দুটি টিনের ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

সোমবার ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের চকবাহ্রা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে খামারে আগুন দেখতে পেয়ে জুয়েল চিৎকার করতে থাকেন। এসময় আশেপাশের লোকজন ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খামারসহ পাশের অন্য একটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। খামারের ভেতরে থাকা ১১টি গরুর মধ্যে ঘটনাস্থলেই ৯টি গরু পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্থ মো. জুয়েল বলেন, ‘কোরবানীর ঈদকে সামনে রেখে ১১টি গরু বিক্রির জন্য ক্রয় করেছিলাম। হঠাৎ আগুনে আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

জুয়েল দাবি করেন, আগুনে পুড়ে ৯ টি গরু ও গোয়ালঘরসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কিছুই জানানো হয়নি।