- ঢাকা
- বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সভাপতি ড. দেবাশীষ ও সম্পাদক ড. রুহুল
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সভাপতি ড. দেবাশীষ ও সম্পাদক ড. রুহুল

বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ও কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকার ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
মঙ্গলবার বিকেলে বারির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বি-বার্ষিক সম্মেলনে শুক্রবার ২০ সদস্যের এ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির অন্য পদে নির্বাচিত সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মাহবুবা জাহান, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো. আখতারুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. আতাউর রহমান। এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের ১২ জন বিশিষ্ট কীটতত্ত্ববিদ সমিতির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন